আব্দুর রউফ চৌধুরী

Poems

'৭১-এর কবিতা

    মরেছি তো চব্বিশ বছর আগে, প্রেত প্রসন্ন অট্টহাসিতে, বুটের বজ্রাঘাতে অসম্মানের বিষে প্রাণ গেছে তখনই এখন আর মরার প্রশ্ন ওঠে না, ওঠে এবার বাঁচার প্রশ্ন, বিশ্বাকাশ বিরাজি  এবার খুঁজে নিতে চাই বীরমুক্তি, রক্ত বিলিয়ে, দ্রোহের আগুন অঙ্গে মেখে আর হাতে শত্রুখুনপিয়াসী...
>>

'৭১-এর কবিতা

মুক্তির হুঙ্কারে দুর্বোধ্য তিমিরে আক্রোশ গর্জে হে মোর মুক্তির সৈনিক সাজো রণবেশে, আপন গন্তব্যে অনড় তুমি, দানবের থাবায় মুক্তির হুঙ্কারে ধাবিয়ে দাও ক্ষুব্ধ-তলোয়ার, হিংস্রজন্তুর  তীক্ষ্ণ-রাক্ষসী নখ ভেঙে দাও দাঁত-কামড়ে সর্পদানবের বিষধর জিবকে করো অগ্নিময়ী ক্ষিপ্ত ছোঁ'তে শত্রুসর্পিল...
>>

'৭১-এর কবিতা

মুক্তির সেনা ভয় নেই, নিরন্ন নিরস্ত্র পদসঞ্চালনে আছে তো পেশীতে বীর্যের সম্বলধন উড়িয়ে নিশান, মেশিনগান সমীরণে কারবালার ইয়াজিদসম প্রাণ হননে প্রাণ আজি বিকশিবে রক্তলালদানে   উজান-ভাঁটি, শহর-বন্দর, কুঞ্জবনে নিধন করবে বিবেকশূন্য সীমারপ্রাণ বর্ষারজনী কেটে যাবে...
>>

'৭১-এর কবিতা

ফুটন্ত রক্তের ফেনায়  বিক্ষোভ ভেঙে ফেলেছে  রাজনৈতিক সীমানা নিজস্ব ভূখণ্ড পেরিয়ে বেরিয়ে আসতে চায় আত্মস্বীকৃতির পথে তাই তো মুক্তির সংগ্রাম করেছে আমাকে দ্রোহী
>>

'৭১-এর কবিতা

  খুঁড়ে- বৃক্ষ খুঁড়ে নৌকা গড়েছি, পাথর খুঁড়ে পথ পাতাল খুঁড়ে তামা এনেছি, বালি খুঁড়ে শঙ্খ মাটি খুঁড়ে শস্য তুলেছি, সমুদ্র খুঁড়ে মুক্তো শিলা কেটে হট্ট বানিয়েছি, জল থেকে নুন মাটি খুঁড়ে সভ্যতা গড়েছি, বলি থেকে বঙ্গ তফাৎ শুধু শ্বেতপাথর আর পলিমাটির তফাৎ শুধু ধনেপাতা আর ধানপাতার এর...
>>

1971

A Collection of poem: 1971, London 1971.
>>

Search site

© Dr. Mukid Choudhury, 2009 All rights reserved.