আব্দুর রউফ চৌধুরী

'৭১-এর কবিতা

 

খুঁড়ে-
বৃক্ষ খুঁড়ে নৌকা গড়েছি, পাথর খুঁড়ে পথ
পাতাল খুঁড়ে তামা এনেছি, বালি খুঁড়ে শঙ্খ
মাটি খুঁড়ে শস্য তুলেছি, সমুদ্র খুঁড়ে মুক্তো
শিলা কেটে হট্ট বানিয়েছি, জল থেকে নুন
মাটি খুঁড়ে সভ্যতা গড়েছি, বলি থেকে বঙ্গ
তফাৎ শুধু শ্বেতপাথর আর পলিমাটির
তফাৎ শুধু ধনেপাতা আর ধানপাতার
এর পার্থক্য কী বুঝবে সে
সে তো আবর্জনাই বটে
 
বাঙালি আজ
আবর্জনা পরিষ্কারে লিপ্ত অবশ্যি নয়
শুধু ক্রোধহিংসাদ্বেষের পেরেক উপড়ে ফেলে
ভীরুতা-দুর্বলতা-কাপুরুষতা
দৈন্য-দারিদ্র্য-লাঞ্ছনা বিসর্জ্জন দিয়ে, হতে চায়
ন্যায়াধিকারার্জনে মুক্তিরণতূর্যে রণজিৎ
 
কিন্তু তুমি-
সেই প্রথম মুক্তির সৈনিক
তোমার হৃৎপিণ্ড দানবের বুলেটে 
ছিন্নবিচ্ছিন্ন হলেও তুমি ছিলে অটল হৃদয়
অনাকাঙ্ক্ষিত ব্যাথা অনুকম্পিত কারাগারের 
ঘণ্টার মতো বাজাতে বাজাতে বলেছিলে তুমি-
আবর্জনাধীন কারাগারে কারারুদ্ধ থাকার চেয়ে
মুক্তমান মুক্তিসেনা হওয়া হাজারশত গুণ উত্তম

Search site

© Dr. Mukid Choudhury, 2009 All rights reserved.