আব্দুর রউফ চৌধুরী

'৭১-এর কবিতা

মুক্তির সেনা
ভয় নেই, নিরন্ন নিরস্ত্র পদসঞ্চালনে
আছে তো পেশীতে বীর্যের সম্বলধন
উড়িয়ে নিশান, মেশিনগান সমীরণে
কারবালার ইয়াজিদসম প্রাণ হননে
প্রাণ আজি বিকশিবে রক্তলালদানে
 
উজান-ভাঁটি, শহর-বন্দর, কুঞ্জবনে
নিধন করবে বিবেকশূন্য সীমারপ্রাণ
বর্ষারজনী কেটে যাবে শরতাগমনে
মৃত্যুলঙ্ঘিবে জীবনমুক্তির সন্ধানে
উপহার দেবে সবুজমুক্তি মানবজনে

Search site

© Dr. Mukid Choudhury, 2009 All rights reserved.