আব্দুর রউফ চৌধুরী

'৭১-এর কবিতা

 
 
মরেছি তো চব্বিশ বছর আগে, প্রেত
প্রসন্ন অট্টহাসিতে, বুটের বজ্রাঘাতে
অসম্মানের বিষে প্রাণ গেছে তখনই
এখন আর মরার প্রশ্ন ওঠে না, ওঠে
এবার বাঁচার প্রশ্ন, বিশ্বাকাশ বিরাজি 
এবার খুঁজে নিতে চাই বীরমুক্তি, রক্ত
বিলিয়ে, দ্রোহের আগুন অঙ্গে মেখে
আর হাতে শত্রুখুনপিয়াসী ছুরি নিয়ে
দাঁড়াতে চাই সূর্য-রবির উষ্ণীষ শিরে

Search site

© Dr. Mukid Choudhury, 2009 All rights reserved.